Friday, December 12th, 2025, 5:24 pm

হাদিকে দেখতে এসে ঢাকা মেডিকেলে তোপের মুখে মির্জা আব্বাস

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার বিকেলে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাদিকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি-মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে উপস্থিত ইনকিলাব মঞ্চের সদস্য ও সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সমর্থকেরা মির্জা আব্বাসের দিকে তেড়ে গেলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাকে নিরাপত্তা প্রদান করে হাসপাতালে প্রবেশ করান।

ঘটনা ঘটে শুক্রবার জুমার নামাজের পর, যখন হাদি রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ড এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করছে।

হাদীর সমর্থকরা হাসপাতালের বাইরে স্লোগান দিতে থাকলেও মির্জা আব্বাস নিরাপদে হাসপাতালে প্রবেশ ও বেরিয়ে যেতে করতে সক্ষম হন।

এনএনবাংলা/