Friday, December 12th, 2025, 7:39 pm

গুলিবিদ্ধ হাদির অপারেশন সম্পন্ন, এভারকেয়ারে নেওয়া হচ্ছে

 

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অপারেশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যার পর এ তথ্য জানিয়েছেন।

জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় ঢাক-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়।

ঢামেকের জরুরি বিভাগে আনার কিছুক্ষণের মধ্যেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্রুত সিপিআর দেওয়ার ফলে তার রক্তচাপ সাময়িকভাবে স্থিতিশীল হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল, মাথার ভেতরে বুলেট রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাদির চিকিৎসা কার্যক্রমে ঢামেকের সংশ্লিষ্ট বিভাগগুলো সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি এখনও অত্যন্ত গুরুতর।

এনএনবাংলা/