Saturday, December 13th, 2025, 3:57 pm

জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা সম্মুখসারিতে থেকে ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’–এর দ্বিতীয় ধাপ (ফেজ টু) অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএনবাংলা/