ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে, জানানো হয়েছে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো:
মস্তিষ্ক: রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সহায়তা অব্যাহত থাকবে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
ফুসফুস: ফুসফুসে আঘাতের চিহ্ন আছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা চালু রাখা হয়েছে। সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।
কিডনি: কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এটি বজায় রাখতে পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স অব্যাহত থাকবে।
রক্তক্ষরণ ও DIC: পূর্বে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্য (DIC) দেখা দিয়েছিল, যা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সরবরাহ অব্যাহত থাকবে।
ব্রেন স্টেম ইনজুরি: রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বিপজ্জনকভাবে হৃদস্পন্দন কমে গেলে চিকিৎসকরা টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য প্রস্তুত।
চিকিৎসা দল: ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য মেডিকেল বোর্ড কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সার্বিক অবস্থা: বর্তমানে রোগীর অবস্থার গুরত্বজনকতা অত্যন্ত উচ্চ। রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে তথ্য জানাতে পারেন। মেডিকেল টিম সবাইকে অনুরোধ করছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন এবং অপ্রয়োজনে হাসপাতালে আসবেন না। কোনো ধরনের ভিজিটর অনুমোদিত নয়। অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে এবং মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে সবাইকে অনুরোধ করা হয়েছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সহযোগিতা কামনা করা হয়েছে।
মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল