Saturday, December 13th, 2025, 7:16 pm

রংপুরে ৪ ইউনিয়নে টেকসই উন্নয়ন অভিষ্ট-৫ ও ১৬ অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ ও গণশুনানি অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:

রংপুর জেলার ৪ টি ইউনিয়নে টেকসই উন্নয়ন অভিষ্ট-৫ ও ১৬ অর্জনে ইউপি’র জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের আওতায় ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর সহযোগিতায় এবং সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভলপমেন্ট (সীড) এর আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে রংপুর সদর উপজেলার মমিনপুর ও হরিদেপুর ইউপি’র জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ১১ ডিসেম্বর মমিনপুর ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়। মমিনপুর ইউপি’র প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিদেবপুর ইউপি’র প্রশাসক ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী। অপরদিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ও মর্নেয়া ইউপি’র জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের নিয়ে গজঘণ্টা ইউপি হলরুমে ১০ ডিসেম্বর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গজঘণ্টা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীডের নির্বাহী পরিচালক সারথী রানী সাহা। এছাড়া মমিনপুর ইউনিয়নে ৯ ডিসেম্বর গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি’র প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বৈশাখী আক্তার, ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মতিউর রহমান, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ডেমোক্রেসিওয়াচ এর এম এন্ড ই কো-অর্ডিনেটর মাহমুদ তালুকদার। সকল অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী দুলাল চন্দ্র বর্মণ ও রঞ্জিতা রানী রায়। সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও ইউনিয়নের দায়িত্বরত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং গণশুনানিতে সেবা সম্পর্কিত বিষয়ে উপস্থিত জনসাধারণের প্রশ্নের উত্তর দেন ইউপি’র জনপ্রতিনিধি ও সেবাদানকারী সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।