তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ভিত্তিকে দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত করাই এর মূল উদ্দেশ্য। তবে তিনি আশ্বস্ত করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ এসব অপতৎপরতার উপযুক্ত জবাব দেবে।
রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারত বলে তিনি মন্তব্য করেন।
অজামিনযোগ্য মামলায় আসামির জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন, আবার না দিলে তা নিয়েও সমালোচনা হয়। এ কারণে বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যেন নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান