Sunday, December 14th, 2025, 6:33 pm

গঙ্গাচড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গঙ্গাচড়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিচারণে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলেমুল বাসার, কৃষি অফিসার রুবেল হুসেন, প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আসাদুজ্জামান ও গীতা পাঠ করেন প্রভাষক শ্যামল চন্দ্র রায়। আলোচনা শেষে শহিদদের আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম। সকল কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক উপস্থিত ছিলেন।