ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা করা হয়েছিল, সেটির তদন্তভার এখন ডিবি মতিঝিল বিভাগ গ্রহণ করেছে।
এ বিষয়ে পল্টন থানার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া বলেন, গতকাল রোববার রাতে গুলির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। আজ সেই মামলাটি আনুষ্ঠানিকভাবে ডিবি মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত একজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় খুব কাছ থেকে শরীফ ওসমান হাদির মাথায় গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুই সন্ত্রাসী। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
এদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রথমে মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল এবং মোটরসাইকেলের চালক এখনো পলাতক। তারা দুজন সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল