জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলো আলাদা করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং নির্বাচনে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয়, যা ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে করা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সন্ত্রাস চালাচ্ছে, ভোট চুরি করছে এবং হাদিকে হত্যার চেষ্টা করেছে—তাদের আশ্রয়, প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল, এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।
ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের আশ্রয় দিলে আমরা বাংলাদেশের মাটিতেও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব।”
এনসিপির নেতা আরও দাবি করেন, হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে শক্তিশালী করেছে। আর ভারতকে কেবল ‘পার্শ্ববর্তী দেশ’ বলার সুযোগ নেই, তাদের অবস্থান স্পষ্ট করা জরুরি।
অন্যদিকে, একই দিনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনার-আমার মৃত্যু কেবল একটি সংখ্যা হিসেবে গণ্য হয় নির্বাচন কমিশনের কাছে। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটে—তাও আমরা দেখব।”
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের