Monday, December 15th, 2025, 7:06 pm

হালুয়াঘাটে এক মঞ্চে সব প্রার্থী; নির্বাচনকে অর্থবহ করতে অঙ্গীকার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (১৪৫, হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য প্রার্থীদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ প্রাতরাশ বৈঠকে মিলিত হন।

আজ সোমবার সকালে হালুয়াঘাট পৌরশহরের হোটেল ইমেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় রাজনৈতিক দলের উপজেলা ও পৌর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন ।

বৈঠকে অংশগ্রহণকারী প্রার্থী ও নেতৃবৃন্দগণ আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অর্থবহভাবে অনুষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে পারস্পরিক উত্তেজনা পরিহার করে সৌহার্দ্য, শান্তি ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ব্যাপারেও তারা একমত পোষণ করেন।

বৈঠকে উপস্থিত প্রার্থী ও নেতৃবৃন্দ পলাতক ফ্যাসিস্ট চক্রের নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও তৎপরতা প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি নির্বাচনী প্রচারে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষ পরিহার করে রাজনৈতিকভাবে একে অপরকে মোকাবেলা এবং নির্বাচন পরিচালনায় ন্যূনতম শিষ্টাচার বজায় রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের প্রার্থী ও নেতৃবৃন্দ এই ব্যতিক্রমী প্রাতরাশ বৈঠকের আয়োজনের জন্য এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান।

তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম সকল দলের প্রার্থী ও নেতৃবৃন্দ একত্রে বসে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করলেন, যা জনগণ ও নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে।

প্রাতরাশ বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থী ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

“নির্বাচনের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক সময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ ধরনের বৈঠক নজিরবিহীন। হালুয়াঘাট আজ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতির ধারা পরিহার করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়তে ইতিবাচক রাজনীতি অনুসরণ করতে হবে। জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে।

প্রাতরাশ বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা,

বাসদ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মওলানা রফিকুল ইসলাম, জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ রানা।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টা, পৌর জামায়াতে ইসলামীর নেতা শামসুল আলম পনির, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মওলানা মতালেব হোসেন, যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মওলানা আনোয়ার হোসেন, ধোবাউড়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মওলানা রুকন উদ্দিন, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মওলানা রুকন উদ্দিন, আব্দুর রশিদ মওদুদী এবং বায়তুল মাল সম্পাদক মওলানা মাজহারুল ইসলাম।

এনসিপির মনোনীত প্রার্থী আবু রায়হান এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মওলানা আমিনুল ইসলাম উপস্থিত না থাকলেও ফোনে বৈঠকের প্রতি সমর্থন জানান।