Monday, December 15th, 2025, 8:46 pm

অবৈধ মোবাইল বন্ধ হবে ১ জানুয়ারি থেকে

 

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন ব্যবহারের সমস্যা মোকাবিলায় বিটিআরসি এর উদ্যোগে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)) চালুর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বে ১৬ ডিসেম্বরের জন্য নির্ধারিত এই কার্যক্রম এখন ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, দেশে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইতিমধ্যেই আমদানিকৃত হ্যান্ডসেটের আইএমইআই এবং অন্যান্য তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছিলেন। কিন্তু অনেক ব্যবসায়ী এখনও এই তথ্য দাখিল করতে পারেননি। এজন্য সুবিধার্থে চালু হওয়ার সময়সূচি ১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিলের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মোবাইল ফোন ব্যবসায়ীদের neir@btrc.gov.bd ই-মেইলে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিটিআরসি আশা করছে, এই পদক্ষেপ অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে এবং দেশের রাজস্ব ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/