Wednesday, December 17th, 2025, 11:51 am

ওসমান হাদি হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

 

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (ভোর সাড়ে ৫টা) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন— ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)। র‍্যাব জানায়, অভিযানের সময় নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় ফয়সাল নামের আরেক যুবককেও আটক করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সল করিম এই দম্পতির তৃতীয় সন্তান। তিনি প্রায়ই আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন ফয়সল। পরে বাসার চিপা দিয়ে কালো রঙের ব্যাগটি ফেলে দেন এবং আবার তাঁর ভাগনেকে দিয়ে সেটি নিয়ে আসেন।

হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ। ছবি: সিসিটিভির ফুটেজ থেকে

এছাড়া ফয়সল তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তাঁর মা হাসি বেগমের কাছে দেন। এরপর তিনি সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই দিন ফয়সল বাসা থেকে চলে যাওয়ার পর হুমায়ুন কবির ও হাসি বেগম তাঁদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কেরানীগঞ্জের বাসায় চলে যান। সেখানে অবস্থানকালে তাঁরা জুরাইন এলাকা থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাবা-মাকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাচেষ্টা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এনএনবাংলা/