Wednesday, December 17th, 2025, 1:47 pm

ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

 

রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর পর উত্তেজনা বাড়ছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পুলিশ তেজগাঁও কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গলিগুলোতে বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সংঘর্ষে জড়িত মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। আন্দোলনরত শিক্ষার্থী ফারহান আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমরা আজ ব্লকেড কর্মসূচি ঘোষণা করলেও আপাতত বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

ঘটনার সূত্রপাত ঘটে গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে, যেখানে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাসহ তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন। সাকিবুলকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হলেও ১০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থীরা বলছেন, এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড, কিন্তু কলেজ প্রশাসন বিষয়টি ঢেকে রাখার চেষ্টা করছে। তাদের দাবি, প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে এবং মূল দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে এই বিক্ষোভ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফার্মগেট এলাকায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এনএনবাংলা/