Wednesday, December 17th, 2025, 3:00 pm

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ঘিরে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রিয়াজ হামিদুল্লাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই ঘটনার মাত্র দুই দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার বিষয়টি সামনে এলো।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও শেখ হাসিনার সরকার উৎখাতে নেতৃত্ব দেওয়া ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর মন্তব্যকে কেন্দ্র করেই এই তলব। ঢাকায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—দেশটির মূল ভূখণ্ড থেকে ‘বিচ্ছিন্ন’ করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে এক বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়, যা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করেছে।

এই প্রেক্ষাপটে, ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান প্রচার-প্রচারণায় উত্তেজনামূলক বক্তব্য অব্যাহত থাকলে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এনএনবাংলা/