গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ২ নেতা হলেন আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ (৫৫) ও বড়বিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাফিজার রহমান (৫১)। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ী গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর সবুর জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্ত্বার বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ থাকায় জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে গ্রেপ্তার করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতের পাঠানো জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন