বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বৃহস্পতিবার (সকাল ৮টা) শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরার সময় এ ঘটনা ঘটে।
অপহৃত দুটি ট্রলারের মালিক শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।
শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর বিকেলে গণমাধ্যমকে জানান, তার ঘাটের চারটি নৌকা সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে দুটি নৌকা আটক করে নিয়ে যায়। বাকি দুটি নৌকা পালিয়ে ঘাটে ফিরে আসে। আটক দুই নৌকায় মোট ৯ জন জেলে ছিলেন। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত ১০ মাসে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জন জেলেকে ফেরত আনা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে বন্দি রয়েছেন। এই পরিস্থিতিতে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা