Friday, December 19th, 2025, 2:56 pm

হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

 

জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (আজ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি’—শীর্ষক ব্যানারে কর্মসূচিটি আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

বিক্ষোভের শুরুতেই সংগঠনটির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় স্লোগানে তারা বলেন, ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি চলমান রাজনৈতিক সহিংসতারই অংশ। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগেও বায়তুল মোকাররম এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানেও হাদি হত্যার প্রতিবাদ জানানো হয় এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলা হয়।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/