Saturday, December 20th, 2025, 1:03 pm

জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত হবেন হাদি, কবর খোঁড়ার কাজ চলছে

 

জুলাই বিপ্লব ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

এর আগে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পরে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে রাখা হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ৬টার দিকে বাংলাদেশে পৌঁছালে হিমাগারে রাখা হয়।

উল্লেখ্য, শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/