চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২টার দিকে। অগ্নিসংযোগের সময় একটি প্রাইভেটকারও পুড়ে যায়।
প্রতিবেশিরা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ জানিয়েছেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্তের মাধ্যমে জানা যাবে।’
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো