Saturday, December 20th, 2025, 6:11 pm

হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাদিকে জাতীয় কবির পাশে সমাহিত করা হয়।

হাদিকে কবরের মধ্যে শায়িত করার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ মাটিতে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন। শোকের ভারে তিনি কিছুক্ষণ বাকরুদ্ধ থাকেন। চোখের জল আর ধরে রাখতে না পেরে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন। তখন নীরবতা আর অশ্রু তার সব অনুভূতির ভাষা হয়ে দাঁড়ায়।

দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে জানাজাস্থলে।

জানাজা শেষে বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় পৌঁছায়। এ সময় তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পরিচালনা করেন। পুরো এলাকা তখন কান্না, নীরবতা এবং গভীর শোকের ছায়ায় ঢেকে যায়।

এনএনবাংলা/