ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেন, আমরা এখানে কাঁদতে এসেছি না, আমরা ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে ধরা পড়েনি। সরকার এখনও খুনির পরিচয় স্পষ্টভাবে জানায়নি। আমরা চাই, সরকার সুস্পষ্ট ঘোষণা করুক—এখানে একজন খুনি দায়ী নাকি একটি চক্র। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়ায় শহীদ ওসমান হাদির জানাজার আগে আব্দুল আল জাবের এই মন্তব্য আসে। পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো খুনি গোষ্ঠীকে খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করা প্রয়োজন।
জাবের বলেন, মিলিটারি বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সহযোগীদেরও বের করতে হবে। কোনো ধরনের উস্কানির প্ররোচনায় নয়, জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইনকিলাব মঞ্চের নির্দেশ ছাড়া অন্য কোনো পক্ষের প্ররোচনায় অংশ নেবেন না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হওয়ার পরদিন রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। তিনি রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদির মরদেহ গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের কাছে।
জানাজা শেষে শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় এবং পরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের