দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ‘বাংলাদেশ ভবন’-এর গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের গেটের সামনে চিৎকার-চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের প্রধান গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
প্রেস মিনিস্টার আরও বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ অবস্থান করে চিৎকার চালিয়ে যান এবং এরপর সেখান থেকে চলে যান। তবে এ ঘটনায় কোনো ধরনের শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. ফয়সাল মাহমুদ বলেন, “হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন—ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এগুলো ছিল মূলত কথাবার্তা ও চিৎকার। বাস্তবে কোনো শারীরিক হামলা হয়নি।”
ঘটনার পরপরই শনিবার রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার করে কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে চলে গেছেন এবং পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের