Sunday, December 21st, 2025, 7:08 pm

ভারতকে উড়িয়ে যুব এশিয়া কাপ জিতল পাকিস্তান

 

দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। সামির মিনহাসের বিধ্বংসী সেঞ্চুরি ও আলী রাজার আগুনে বোলিংয়ে একতরফা এই জয় পায় পাকিস্তান যুব দল।

ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩৪৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন সামির মিনহাস। মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার ১১৩ বল মোকাবিলা করে করেন ১৭২ রান। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। টুর্নামেন্টের ফাইনালে এমন ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে তুলে দেন মিনহাস।

এ ছাড়া আহমেদ হুসাইন ৫৬ রান করলেও পাকিস্তানের আর কোনো ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পাননি। ভারতের হয়ে দীপেশ দেভেন্দ্রান সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল নেন দুটি করে উইকেট, আর একটি উইকেট নেন কানিশক চৌহান।

৩৪৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। মাত্র ৪৯ রানেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ওপেনার বৈভব সূর্যবংশি ২৬ এবং দীপেশ দেভেন্দ্রান ৩৬ রান করলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি ভারতীয় যুবারা। শেষ পর্যন্ত ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

পাকিস্তানের হয়ে বল হাতে একাই ত্রাস সৃষ্টি করেন আলী রাজা। ৪ উইকেট নিয়ে তিনি ভেঙে দেন ভারতের ব্যাটিং লাইনআপ। এছাড়া মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নেন।

এনএনবাংলা/