রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইত্বকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গলায় নখের আঁচড় দেখা গেছে। এ সময় বলাৎকারের ঘটনাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর