স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীরা বর্তমানে কোথায় অবস্থান করছে—সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হত্যাকারীদের অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আমরা জানতাম তারা এখন কোথায় আছে, তাহলে তো আগেই গ্রেপ্তার করা হতো। সুনির্দিষ্ট তথ্য থাকলে অবশ্যই ধরে ফেলতাম। তারা দেশে থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। তবে অবস্থান নিশ্চিত না হওয়ায় এখনো ধরা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ফয়সালকে শনাক্ত করা হয়েছে।
এ সময় নিজের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যদি পদত্যাগ করতাম, তাহলে আজ এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলতাম না।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল