Monday, December 22nd, 2025, 6:37 pm

জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনীত প্রার্থীর

কুড়িগ্রাম প্রতিনিধি:

‎‎কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।

‎‎সোমবার  দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সোহেল হোসনাইন কায়কোবাদসহ দলের অনান্য নেতৃবৃন্দ।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সাবেক এমপি উমর ফারুক,সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আশরাফুল হক রুবেলসহ অনান্য নেতাকর্মীরা।

‎এসময় সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি কুড়িগ্রাম-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব।দারিদ্র্য পীড়িত কুড়িগ্রামের উন্নয়নে মানুষের পাশে থাকব।এ অঞ্চলের জনগণের বেকারত্ব দুর করার জন্য কাজ করবো ইনশাল্লাহ।

‎জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন,সকল ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ প্রত্যাশা কামনা করেন তিনি।