Monday, December 22nd, 2025, 7:11 pm

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা স্টেট বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা মহান বিজয় দিবস উপলক্ষে  আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা স্টেট বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা মহান বিজয় দিবস উপলক্ষে  গত ২১ ডিসেম্বর,রবিবার সন্ধ্যা ৭টায   ইমরানুল হক চাকলাদার এর সভাপতিত্বে ও ইলিয়াস খানের সঞ্চালনায় নর্থ ইউনিভার্সিটি ড্রাইভ প্রেমবুক পাইনস মোগল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন  বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা বিএনপি’র সভাপতি ইমরানুল হক চাকলাদার, বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহ-সভাপতি রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ মহসিন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ. আলী হোসেন আশিক. মোঃ ফাহিম হোসেন. মো রাকিব. সাইফুল. মো জালাল. শামীম. হিমেল. কুরবান আলী. শিমুল বিশ্বাস. জুনাইদ. মো ইকবাল. কবীর হাসান প্রমুখ নেতৃবৃন্দ।