অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভে অংশ নেয়। তারা প্রায় ২০ মিনিট ধরে হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকি দেয়।
এ বিষয়ে রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত হাইকমিশনটি সাধারণত অত্যন্ত নিরাপদ একটি স্থানে রয়েছে। সেই সুরক্ষিত এলাকায় চরমপন্থীদের প্রবেশ করা অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত। তিনি আরও জানান, এ ঘটনার পর হাইকমিশনার ও তাঁর পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি ও হুমকি অনুভব করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল