Tuesday, December 23rd, 2025, 5:53 pm

কলকাতা–মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

 

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। কলকাতায় ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও লাঠিপেটার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে এ বিক্ষোভ হয়। ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে কর্মসূচির আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। বিক্ষোভকে কেন্দ্র করে আগে থেকেই পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং কয়েক স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়।

বিক্ষোভকারীরা একে একে তিনটি ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃতীয় ব্যারিকেড ভাঙার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে।

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের প্রিজন ভ্যানে তোলার সময় কয়েকজন বিক্ষোভকারী সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানান।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সে সময় সংগঠনটির কয়েকজন সদস্য পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, একই দিনে মুম্বাইয়েও বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে ভিএইচপির উদ্যোগে বিক্ষোভ হয়। সেখানে সংগঠনটির কয়েক সদস্যকে আটক করেছে পুলিশ।

এনএনবাংলা/