Thursday, December 25th, 2025, 11:25 am

সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি সিলেট বিমানবন্দরে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে।

তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকাল থেকেই বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে শুরু করেছেন।

জানা গেছে, আজ বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটির।

এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

এনএনবাংলা/