বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় অগণিত নেতা–কর্মী ও সমর্থকের উপস্থিতিতে রাজধানীর বসুন্ধরার তিনশ’ ফুট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (আজ) সকাল ৮টায় তিনশ’ ফুট সড়ক ও আশপাশের এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। গণসংবর্ধনার মঞ্চের সামনে ও আশপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই।
সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসতে থাকেন বিএনপির নেতা–কর্মীরা। বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংবর্ধনার অনুষ্ঠানস্থলের মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত। মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ১৭ বছর পর আজ দুপুরে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি গণসংবর্ধনার মঞ্চে আসবেন। তাঁকে বরণ করে নিতে সকাল থেকেই অপেক্ষায় আছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা।
রাজধানীর কুড়িল সড়ক থেকে শুরু করে তিনশ’ ফুট সড়কে গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন।
গণসংবর্ধনাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের