Thursday, December 25th, 2025, 4:31 pm

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ন্যান্সির গান ‘নেতা আসছে’

 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক পরিসরেও তৈরি হয়েছে আলাদা আবেগ ও উচ্ছ্বাস।

এই আবেগ থেকেই প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গানের কথায় তুলে ধরা হয়েছে দীর্ঘ প্রতীক্ষা, প্রত্যাবর্তনের আশা এবং নেতাকে ঘিরে মানুষের আবেগ—যেখানে মা, মাটি ও মানুষের কথা বিশেষভাবে ফুটে উঠেছে।

গানের একটি উল্লেখযোগ্য লাইনে বলা হয়েছে—‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’

গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমন–এর সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রকল্পের গ্রন্থনা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান।

‘নেতা আসছে’ গানটি প্রকাশ করা হয়েছে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে। প্রকাশের পরপরই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গানটি ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

সব মিলিয়ে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা যেমন তুঙ্গে, তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও ‘নেতা আসছে’ গানটি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে—যা দলীয় সমর্থকদের আবেগ প্রকাশের এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

এনএনবাংলা/