নাটোর প্রতিনিধি
খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাঁদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে নাটোর বড়হরিশপুর, বনপাড়াসহ জেলার ১৪টি খ্রিষ্টান ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা দিনটিকে উদযাপন উপলক্ষে নানা আয়োজন করে।
বৃহস্প্রতিবার সকাল ৭টায় বড়দিনের বিশেষ প্রার্থনা ‘খ্রিষ্টযাগ’ অনুষ্ঠিত হয়। প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ‘খ্রিষ্টযাগ’ পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-প্রধান পাল পুরোহিত ড. শংকর ডমিনিক গমেজ ও সহকারী পাল পুরোহিত ফাদার জেমস গমেজ। সকাল নয়টায় দ্বিতীয় ‘খ্রিষ্টযাগ’ পরিচালনা করা হয়। খ্রিষ্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে গির্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। আল্পনা অংকন করা হয়েছে গির্জা ও বাড়ির প্রাঙ্গণ। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস স্টার। এছাড়া পিঠা-পুলির আয়োজন ও কীর্তনসহ বৈঠকের আয়োজন করা হয় বিভিন্ন ক্ষুদ্র মণ্ডলীতে। জেলার সবচাইতে বড় ধর্মপল্লী বনপাড়ার লুর্দের রানী মা মারিয়া ক্যাথলিক গির্জাতে
দিনটি উদ্যাপনে সাধারণত এই দিনে বাড়িতে বাড়িতে যিশুখ্রিষ্টের জন্মদিন উদ্যাপনের জন্য কেক কাটা হয়। এর পাশাপাশি বাড়িতে উপাদেয় খাবার রান্না, ক্রিসমাস ট্রি সাজানো ও শিশুদের মধ্যে বিতরণ করা হয় উপহার।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার