Saturday, December 27th, 2025, 6:33 pm

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি

সিলেট জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলায় অদ্য ২৭ ডিসেম্বর রোজ শনিবার রাতে,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান,এর নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় মামলা রুজুর ৬ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার প্রধাণ আসামি কে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তি হুলেন জনিক বাবু দাস(৩২),পিতা:মৃত মানিক বাবু দাস,গ্রাম-পূর্ণাচ্ছগ্রাম,থানা-কোম্পানীগঞ্জ,

সিলেটকে অত্র এলাকায় অভিযান চালিয়ে তাহাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৮, তারিখ- ২৭/১২/২০২৫খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধীত ২০২০) এর ৯(১)/৩০ এর আটককৃত জনিক বাবু দাস ধর্ষণ মামলার ০১নং আসামী। উল্লেখিত মামলা মূলে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।