শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পরীক্ষা ২৬ শে ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৩ ঘটিকা থেকে রাজধানী ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । পূর্ব নির্ধারিত রুটিন মোতাবেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী পরীক্ষা দিবে এই আশায় কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে হঠাৎ জানতে পারে তাদের পরীক্ষা নাকি স্থগিত করা হয়েছে। এমন খবর সবার মধ্যে ছড়িয়ে পড়লে হলে হাজারো পরীক্ষার্থী বৃন্দের মাঝে যেন আকাশ ভেঙ্গে পড়ে মত অবস্থা । তারা হয়ে ওঠেন কিংকর্তব্যবিমূঢ় কেননা হঠাৎ করে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে সারাদেশ থেকে আশা পরীক্ষার্থীবৃন্দ নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। সিলেট থেকে আসা মাসুদ পারভেজ নামের একজন পরীক্ষার্থী বড় আফসোস করে বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ কেমন করে এ ধরনের সিদ্ধান্ত নিল যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে পরীক্ষা স্থগিত করতে হবে। যশোর বেনাপোল থেকে আসা পরীক্ষার্থী হাবিবুর রহমান বলেন পরীক্ষা শুরুর আধা ঘন্টা পূর্বে হঠাৎ পরীক্ষা স্থগিত খুবই দুঃখজনক কেননা অনেক টাকা পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে তারা পরীক্ষা দিতে এসেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে তারা নিন্দা জানিয়েছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে সজাগ দৃষ্টি দিবার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন । উত্তরা ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পরীক্ষার্থীবৃন্দ পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে তাদের এডমিট কার্ড উঁচু করে রাস্তায় প্রতিবাদ মিছিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষকে ধিক্কার জানিয়েছে। উল্লেখ্য যে , গত ৩ অক্টোবর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নানা জটিলতার কারণে দীর্ঘ প্রায় ১০ বছর পর সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারপরও যখন ২৬ ডিসেম্বর ২০২৫ পরীক্ষার জন্য সবাই প্রবেশপত্র হাতে পায় তখন তারা ভেবেছিলেন যে হয়তোবা এবার তাদের ভাগ্যের চাকা পরিবর্তন তবে এই আশায় তারা বুক বেঁধে ছিলেন। কিন্তু বিধি বাম পরীক্ষা স্থগিত হওয়ায় এক সাগর দুঃখ নিয়ে তাদের বাড়ি ফিরতে হচ্ছে.. কেননা আর হয়তো বসা হবে না তাদের পরীক্ষার টেবিলে সরকারি চাকুরির পরীক্ষার বয়স তো তাদের অলরেডি পার হয়ে গিয়েছে।

আরও পড়ুন
জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১
ফেনী-২ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু