অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে ব্যক্তিগত জীবনে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এবার একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তার মায়ের অসুস্থতার খবর জানিয়েছেন এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।
সুনেরাহ তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার মা দেখা যায়। ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমার মায়ের জন্য দোয়া করবেন।
এই পোস্টের পরই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে শুভকামনার ঢেউ দেখা গেছে। নেটিজেনরা তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।
একজন অনুরাগী লিখেছেন, মহান রব্বুল আলামিন আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন। আরেকজন মন্তব্য করেছেন, ফি আমানুল্লাহ। আল্লাহ তাআলা খালাম্মাকে দ্রুত শেফা দান করুন।
উল্লেখ্য, ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করা সুনেরাহ বিনতে কামাল তার কাজের মাধ্যমে শুরু থেকেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। মডেলিং থেকে অভিনয়ে আসা সুনেরাহ গত কয়েক বছর ধরে সতর্কভাবে মানসম্মত কাজ বেছে করছেন। বর্তমানে তিনি সিনেমা ও ওটিটি উভয় মাধ্যমেই ব্যস্ততার সঙ্গে কাজ করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল