নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারী জেলা বিএনপি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শাহরিন ইসলাম তুহিনকে পরিচিত করা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা ও সাধারণ সম্পাদক নুর আলম। উক্ত সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সদস্য সোহেল পারভেজ, জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, নীলফামারী জেলা যুবদল নেতা আল নোমান কল্লোলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার