দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় ১৯ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি সেখানে পৌঁছান।
তার আগমনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। অল্প সময়ের মধ্যেই সেখানে সুইপিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়।
এনএনবাংলা/এফএইচ

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল