Tuesday, December 30th, 2025, 12:34 pm

এভারকেয়ারের সামনে কাঁদছেন বিএনপির নেতাকর্মীরা

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শোকে ভেঙে পড়েছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। সকাল থেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন তারা। কেউ অঝোরে কাঁদছেন, কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। খবর পাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে হাসপাতালে আসা বিএনপি কর্মী শাফায়েত আহমেদ বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ম্যাডামের মৃত্যুর খবরটা পেয়েছি। এক মুহূর্ত আর ঘরে থাকতে পারিনি, ছুটে এসেছি হাসপাতালের সামনে। আমার মতো যারা নেত্রীকে ভালোবাসে তারা সবাই এখানে ছুটে এসেছে, সবাই কাঁদছে।’

আরেক বিএনপি কর্মী রিয়াদুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তার মৃত্যুর খবরে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমরা এসেছি, কিন্তু তাকে যেহেতু দেখার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছে সবাই। সবার চোখে পানি।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এনএনবাংলা/