জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলে লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– জেলার দেলদুয়ার উপজেলার বাসিন্দা মোমিন (২৮) ও বাঁধন (২৪)। তারা লরির চালক ও হেলপার।
রেজাউল করিম বলেন, ‘মহাসড়ক দিয়ে একটি লরি টাঙ্গাইল শহরে যাচ্ছিল। লরিটি ভাতকুড়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লরিটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন