বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়েছে। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে তার জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন।
জানাজার আগে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। জানাজায় অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন, আল্লাহতায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন।’
বিকেল তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা ছাড়াও বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ এবং মোহাম্মদপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল