লাখো মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এবং ক্ষমা প্রার্থনা করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। উপস্থিত সকলের উদ্দেশে তিনি জানান, যদি তার মা জীবদ্দশায় কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে যেন তার সঙ্গে যোগাযোগ করা হয়—ইনশাআল্লাহ তিনি তা পরিশোধ করবেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত অবস্থায় তার কোনো আচরণ বা কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি তার পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের উদ্দেশে রওনা দেয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের