Wednesday, December 31st, 2025, 7:43 pm

রংপুর নগরীর রর্বাটসনগঞ্জ পাটবাড়ী-উত্তর আশরতপুর জবাইখানা সেতুটি এখন ভয়ানক বিপদ জনক

রংপুর ব্যুরোঃ

রংপুর নগরীর রর্বাটসনগঞ্জ পাটবাড়ী থেকে উত্তর আশরতপুর জবাইখানা হয়ে মাহিগঞ্জ সংযোগ সড়কের কেডি ক্যানেলের উপর সেতুটি এখন ভয়ানক বিপদ জনক হয়ে পড়েছে। উল্লেখ্য, রংপুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নূরপুর, মহাদেবপুর, রর্বাটসনগঞ্জ, মন্ডলপাড়া, পাটবাড়ী হয়ে উত্তর আশরতপুর জবাইখানার পাশ দিয়ে আর কে রোড,তালতলা মসজিদ, পুড়াতন পাবলিক লাইব্রেরী, মাহিগঞ্জ গামী সংক্ষিপ্ত সংযোগ সড়কের কেডি ক্যানেলের উপর সেতুটি প্রায় এক দশক পুর্বে রংপুর সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগে নির্মান করে। দূর্বল নির্মানশৈলী এবং বয়সের সন্ধিক্ষনে বর্তমানে সেতুটির উভয় পার্শ্বের রেলিং ভেঙ্গে পড়ে এটি এখন ঝুঁকির্পুন এবং ভয়ানক বিপদ জনক হয়ে পড়েছে। সেতুর বুক চিরে তৈরী হয়েছে ভঙ্গুর খানা খন্দক। ফলে হালকা যান-বাহনও স্বভাবিক চলাচলে প্রতিবন্ধক সৃষ্টি হয়। এলাকাবাসী এবং পার্শ্ববর্তি কয়েকটি পাড়ার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিরিবিলি এই পথে সেতুটি পারাপার হয়ে থাকে। ঝুঁকির্পুন এবং ভয়ানক বিপদ জনক হয়ে পড়া এই সেতুটির সংস্কার কিংবা পুনঃনির্মানে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের যেন তেমন কোন গরজ নেই। অবিলম্বে সেতুটির সংস্কার কিংবা পুনঃনির্মানের জন্য জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।