রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং নিহত দু’জনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর