পদত্যাগপত্র গ্রহণের দুই দিন পরই অধ্যাপক ড. মো. সায়েদুর রহমানকে পুনরায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে আবারও এই দায়িত্ব দেন।
আগের মতোই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করাই ছিল তাদের দায়িত্ব। সে অনুযায়ী তিনটি মন্ত্রণালয়েই তাদের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছিল।
এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, যিনি গত ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগে দায়িত্ব ছাড়েন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে তা গত ৩০ ডিসেম্বর গৃহীত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসরসংক্রান্ত জটিলতা এড়ানোর উদ্দেশ্যেই তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন। সেই জটিলতা কাটিয়ে আবারও তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো