বাংলাদেশে নারী ফুটবলে ধারাবাহিকতা থাকলেও দীর্ঘ সময় ধরে অনেকটাই আড়ালে ছিল ফুটসাল। এবার থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে নারী ও পুরুষ দুই দলই। ২০১৮ সালের এশিয়ান ফুটসালের বাছাইপর্ব খেলার পর গত সাত বছরে কোনো আন্তর্জাতিক ফুটসাল ম্যাচ খেলেনি বাংলাদেশের নারী দল।
বাফুফের নতুন কমিটি আসার পর ফুটসালে নতুন করে গুরুত্ব দেওয়া হয়। তারকাসমৃদ্ধ দলের মাধ্যমে এবার দেশের আশা পূরণের লক্ষ্য নিয়ে দুই দলই বাংলাদেশ ফুটসাল ফেডারেশন, বাফুফে অর্থায়নে থাইল্যান্ডে ক্যাম্প করবে।
ছেলেদের প্রতিযোগিতা শুরু হবে ১৩ জানুয়ারি, আর মেয়েদের খেলা শুরু হবে পরদিন। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেবে ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। পুরুষ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৪ জানুয়ারি। পরদিন সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়ার নেতৃত্বে নারী দল ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। চ্যাম্পিয়ন দল পাবে সাফ ট্রফি, দ্বিতীয় দল রানার্সআপ ট্রফি, আর তৃতীয় দলকে দেওয়া হবে ব্রোঞ্জ পদক।
নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে। দেশের হয়ে সাফে ভালো করলে নেক্সট জেনারেশনের জন্য পথ সহজ হবে।” সাবিনা আরও উল্লেখ করেন, মালদ্বীপের মেয়েরা অভিজ্ঞ, ভারতের ফুটসালে সুযোগ-সুবিধা ভালো, এবং বাকি দেশগুলো প্রায় সমান সমান।
পুরুষ দলের অধিনায়ক কানাডা প্রবাসী রাহবার খান টুর্নামেন্টে যোগ দেবেন। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, “তিনি দেশের জন্য বিনা বেতনে ছুটিতে আসছেন। ঢাকায় না থাকলেও থাইল্যান্ডে শুরু থেকে শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।”
দুই দলই এবার দেশের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এবং দক্ষিণ এশিয়ার সাফ ফুটসাল মানচিত্রে বাংলাদেশকে দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করতে প্রস্তুতি নিচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু