খেলাফত মজলিসের নেতা মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে টিকে গেছেন।
প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্রে কিছু কারিগরি ত্রুটি এবং নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের অসঙ্গতি ধরা পড়েছিল। তবে শুনানির সময় প্রয়োজনীয় সংশোধন করে তারা বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পান।
এর ফলে ঢাকা-১৩ আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জন বৈধ হিসেবে নির্বাচনী লড়াইয়ে থাকবেন, আর ৫ জন প্রার্থী বাতিল হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনে মোট ১১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৬টি বৈধ এবং ৫টি বাতিল করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন– মামুনুল হক (খেলাফত মজলিস), ববি হাজ্জাজ (বিএনপি), সোহেল রানা (স্বতন্ত্র), মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) এবং ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব)।
অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন– শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), মিজানুর রহমান (গণ অধিকার পরিষদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), মো. খালেকুজ্জামান (বাসদ) ও রাজু আহমেদ (আমজনতার দল)।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তুষ্ট প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না: ইসি
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের
ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ