জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকা এবং নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল