রংপুর ব্যুরো:
রংপুর আনসার-ভিডিপি’র উদ্যোগেবেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার দুপুরেদোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানসহ রংপুর রেঞ্জ ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতমাথা জামে মসজিদের ইমাম এম. এ. হাফিজুর রহমান।দোয়া ও মাহফিলে রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবী সদস্য ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি এবং তাঁর পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার