কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জের সোম বাজার ঈদগাঁহ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ।
শনিবার (৩ জানুয়ারী) বাদ আসর উপজেলার তুমলিয়া ইউনিয়নের ঐতিহাসিক সোম বাজার ঈদগাঁহ মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, তুমলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজ উদ্দিন সিরু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, জেলা যুবদলের সাবেক সদস্য নয়ন হোসেন ভ‚ইয়া, থানা যুব দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রানা, বিএনপি নেতা জাকির হোসেন মেম্বার, মুনজুর হোসেন, মো. রমজান হোসেন, মো. রাসেল ইউনিয়নর যুব দল নেতা তারিকুল ইসলাম, তানভীর ইসলাম প্রিন্স, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ। অনুষ্ঠানে আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুƒষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরীক হন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার